লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো। যে কারণে হুমকির মুখে মানুষের জীবন ও জীবিকা। উপকূলে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব সবুজ গ্রাম তৈরিতে কাজ করছে উন্নয়ন সংস্থা— ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ইকোভিলেজ প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক মানুষদের সহায়তা ও সচেতন করে তোলা হচ্ছে।
মাঠের পর মাঠ অনাবাদি জমি । চারিদিকে পানি, অথচ তা ব্যবহার উপযোগী নয়। লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জীবন এখানে ভীষণ সংগ্রামের। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে সমাজের অতিদ্ররিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তার এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা—ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বাগেরহাটের রামপালে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব সবুজ গ্রাম।
জলবায়ু সহনশীল বাড়ি নির্মাণেও উদ্বুদ্ধ করছে সংস্থাটি । সামর্থ্য নেই এমন অনেক পরিবারকে তৈরি করে দেয়া হয়েছে জলবায়ু সহনশীল ঘর। ফলে কোনো দুর্যোগে তাদের আর অন্য কোথাও ঠাঁই নিতে হয় না। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ে আশ্রয় নিচ্ছেন প্রতিবেশীরাও।
শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে, স্কুলগুলোতেও চলছে নানা কার্যক্রম। ৪৮ দিনের কৃষক কর্মসূচিতে শিক্ষার্থীরা স্কুলের পরিত্যক্ত জায়গায় গড়ে তুলছে সবজি বাগান।
জলবায়ু সহনশীল কমিউনিটি গঠন করতে দুই বছর ধরে বাগেরহাটের রামপাল উপজেলায় এই প্রকল্প নেয়া হয়েছে বলে জানালেন লিটন মণ্ডল, সিনিয়র ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন, রামপাল,বাগেরহাট।
এমন উদ্যোগ নতুন আশার আলো ছড়াচ্ছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকায়।
রিপোর্ট :শু. স/টুবন
মাঠের পর মাঠ অনাবাদি জমি । চারিদিকে পানি, অথচ তা ব্যবহার উপযোগী নয়। লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জীবন এখানে ভীষণ সংগ্রামের। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে সমাজের অতিদ্ররিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তার এগিয়ে এসেছে বেসরকারি উন্নয়ন সংস্থা—ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বাগেরহাটের রামপালে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব সবুজ গ্রাম।
জলবায়ু সহনশীল বাড়ি নির্মাণেও উদ্বুদ্ধ করছে সংস্থাটি । সামর্থ্য নেই এমন অনেক পরিবারকে তৈরি করে দেয়া হয়েছে জলবায়ু সহনশীল ঘর। ফলে কোনো দুর্যোগে তাদের আর অন্য কোথাও ঠাঁই নিতে হয় না। বন্যা কিংবা ঘূর্ণিঝড়ে আশ্রয় নিচ্ছেন প্রতিবেশীরাও।
শিশুদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে, স্কুলগুলোতেও চলছে নানা কার্যক্রম। ৪৮ দিনের কৃষক কর্মসূচিতে শিক্ষার্থীরা স্কুলের পরিত্যক্ত জায়গায় গড়ে তুলছে সবজি বাগান।
জলবায়ু সহনশীল কমিউনিটি গঠন করতে দুই বছর ধরে বাগেরহাটের রামপাল উপজেলায় এই প্রকল্প নেয়া হয়েছে বলে জানালেন লিটন মণ্ডল, সিনিয়র ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন, রামপাল,বাগেরহাট।
এমন উদ্যোগ নতুন আশার আলো ছড়াচ্ছে উপকূলীয় মানুষের জীবন-জীবিকায়।
রিপোর্ট :শু. স/টুবন