ATN
শিরোনাম
  •  

শান্তনীল-জিতুর নতুন গান ‘মা গো’

         

শান্তনীলের নতুন গান ‘মা গো’

তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শান্তনীলের গাওয়া, লেখা ও সুর করা ‘মা গো’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক অভিজিৎ জিতু।

সম্প্রতি গানটি ‘গানমেলা’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রজত তন্ময় পালের নির্দেশনায় গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ফারজানা জলি এবং জয় সাহা।

নতুন এ গান প্রসঙ্গে শান্তনীল বলেন, প্রতিটি আয়োজনেই সময়ের একটা ছাপ রেখে দিতে চাই। সেই ভাবনা থেকেই এই গানটি তৈরি করা। তাই সুর ও সংগীতায়োজনে এই সময়কে চিহ্নিত করে রাখার চেষ্টা ছিল।

তিনি আরো বলেন, গায়কীতেও নিজস্বতা ধরে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। এছাড়া অভিজিৎ জিতু তার সংগীতায়োজনের মধ্য দিয়ে মনের গহীনের অনুভূতিকে তুলে এনেছেন, যা শ্রোতামনে নাড়া দেবে বলে আশা করছি।

রিপোর্টঃ এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য
সংশ্লিষ্ট বিনোদন সংবাদ

অন্যান্য সংবাদ