ATN
শিরোনাম
  •  

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন

         
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে।

আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রাথমিক তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১-এ তিনটি আসনে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে মনোনয়ন পেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, সালাউদ্দিন আহমেদ কক্সবাজার-১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ভোলা-৩, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ