সিলেটে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে হবিগঞ্জের উদেশ্যে ছেড়ে যাওয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রী ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের সুবিদ মিয়ার ছেলে হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর হারুন মিয়ার মেয়ে আনিছা বেগম মারা যান।
এ ঘটনায় আহত হন পাঁচজন। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্ট : আ/টুবন
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে হবিগঞ্জের উদেশ্যে ছেড়ে যাওয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের যাত্রী ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের সুবিদ মিয়ার ছেলে হারুন মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর হারুন মিয়ার মেয়ে আনিছা বেগম মারা যান।
এ ঘটনায় আহত হন পাঁচজন। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্ট : আ/টুবন
