ATN
শিরোনাম
  •  

সাংবাদিকদের বিভিন্ন দাবিতে বিএফইউজে ও ডিইউজের যৌথ বিক্ষেোভ সমাবেশ

         
সাংবাদিকদের বিভিন্ন দাবিতে বিএফইউজে ও ডিইউজের যৌথ বিক্ষেোভ সমাবেশ

সাংবাদিকদের বিভিন্ন দাবিতে বিএফইউজে ও ডিইউজের যৌথ বিক্ষেোভ সমাবেশ

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূণর্বহালের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, নো ওয়েজ বোর্ড নো মিডিয়াসহ ৩৯ দফা মেনে নিতে হবে।

ছবি
যে চেতনার প্রেক্ষিতে ৫ আগস্ট হয়েছিলো সেই চেতনার বাইরে কিছু মানতে চান না বলে মন্তব্য করেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক খুরশীদ আলম। জুলাই সনদ অনুষ্ঠানে সাংবাদিকদের কোনো সংগঠনকে দাওয়াত দেয়া হয়নি অভিযোগ করে বিগত ফ্যাসিবাদকে যেভাবে উৎখাত করেছেন তেমনি এই সরকারকে উৎখাত করতে রাস্তায় নামতে হবে তা ভাবেননি বলেও মন্তব্য করেন তিনি।
রিপোর্ট : সা. জা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ