ATN
শিরোনাম
  •  

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের প্রাণহানি

         
অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের প্রাণহানি

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের প্রাণহানি

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে পদদলিত হয়ে নারী ও শিশু অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ।

আজ শনিবার সকালে শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একাদশীর বিশেষ পূজা উপলক্ষে মন্দিরে বিপুল আসেন হাজার হাজার ভক্ত। এসময় হঠাৎ প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূজার থালা হাতে নিয়ে সিঁড়িতে ঠাসাঠাসি অবস্থায় জীবন বাঁচাতে চেষ্টা করছেন শত শত নারী। পরে মন্দিরের প্রাঙ্গণে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা যায়। জ্ঞান হারানো অনেককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ