রেলপথ অবরোধ : শ্রীমঙ্গল ও কুলাউড়া স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ
মৌলভীবাজারে সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবিতে আজ সকাল ১০টা থেকে রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। শ্রীমঙ্গল ও কুলাউড়া স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সকাল থেকেই কয়েক শ' বিক্ষোভকারী কুলাউড়া ও শ্রীমঙ্গল রেলস্টেশনে আজ শনিবার সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন৷
সিলেট থেকে ঢাকা ও কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু, সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজে উন্নীত করা এবং বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো আবারও চালু করার দাবি এই আন্দোলনকারীদের।
এর আগে, কুলাউড়া জংশনে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করে আজ শনিবার সকাল থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা ৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
রিপোর্ট : অ/টুবন
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সকাল থেকেই কয়েক শ' বিক্ষোভকারী কুলাউড়া ও শ্রীমঙ্গল রেলস্টেশনে আজ শনিবার সকাল ১০টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন৷
সিলেট থেকে ঢাকা ও কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু, সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজে উন্নীত করা এবং বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো আবারও চালু করার দাবি এই আন্দোলনকারীদের।
এর আগে, কুলাউড়া জংশনে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করে আজ শনিবার সকাল থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা ৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
রিপোর্ট : অ/টুবন
