ATN
শিরোনাম
  •  

এশিয়া কাপের ট্রফি বুঝিয়ে দিতে এসিসিকে আল্টিমেটাম দিল বিসিসিআই

         
এশিয়া কাপের ট্রফি বুঝিয়ে দিতে এসিসিকে আল্টিমেটাম দিল বিসিসিআই

এশিয়া কাপের ট্রফি বুঝিয়ে দিতে এসিসিকে আল্টিমেটাম দিল বিসিসিআই

এশিয়া কাপের ট্রফি বুঝিয়ে দিতে এসিসিকে আল্টিমেটাম দিল বিসিসিআই। গত মাসে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত।

আল্টিমেটাম দেয়ার বিষয়টি স্বীকার করেছে বিসিসিআই সচিব দেবজিত সাইকা।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি জানান, আমরা এসিসিকে লিখেছি যাতে ট্রফিটি ভারতের হাতে তুলে দেওয়া হয়। যদি তারা বিষয়টি বাস্তবায়ন না হয়, তবে আসন্ন আইসিসি সভায় বিষয়টি উত্থাপন করার হুমকিও দিয়েছে বিসিসিআই।

আগামী ৪ থেকে ৭ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসি সভা। গত ২৮ সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

কিন্তু এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে তারা। ভারতের চাওয়া ছিলো অন্য কোন অতিথি যেন ট্রফি তুলে দেন। কিন্তু নাকভি তাতে রাজী না হয়ে ট্রফি নিয়ে চলে যান।

রিপোর্ট : কা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ