ATN
শিরোনাম
  •  

পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে চুক্তি বাতিল করছে বিসিবি

         
পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে চুক্তি বাতিল করছে বিসিবি

পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে চুক্তি বাতিল করছে বিসিবি

পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে চুক্তি বাতিল করছে বিসিবি, এখনও চুক্তির মেয়াদ শেষ হতে ৯ মাস বাকি আছে। মিরপুরের পর রাজশাহীর কিউরেটরের দায়িত্ব থেকেও বিদায় দেয়া হলো গামিনিকে। যদিও বিসিবি এখন আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

চলতি বছরের জুলাইয়ে গামিনির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছিল বিসিবি। সেই চুক্তিটা শেষ না করেই দেশে ফিরে যাচ্ছেন তিনি। চুক্তির মেয়াদ বাকি থাকায় ২ মাসের নোটিশ পিরিয়ডে গামিনিকে বিদায় দিলো বিসিবি। এই দুই মাসের পারিশ্রমিক পাবেন তিনি।

গত আগস্টে টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি। তখন শেরে বাংলা স্টেডিয়াম থেকে গামিনিকে সরিয়ে রাজশাহী স্টেডিয়াম দেখভালের দায়িত্ব দেওয়া হয়। ২০১০ সালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্ব পান গামিনি।

দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ শ্রীলঙ্কান এ কিউরেটর। মিরপুর স্লো উইকেট নিয়ে সবসময়ই প্রশ্নের মুখে পড়তে হতো গামিনিকে। যদিও বেশির ভাগ সময়ই টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী উইকেটের ধরন ঠিক হয়ে থাকে।

রিপোর্ট : কা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ