কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে করা কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনের কারণে উভয় দেশের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে না।
শুক্রবার (৩১ অক্টোবর) ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও এখন আর আলোচনা হবে না।
তিনি আরও বলেন, মার্ক কার্নিকে অনেক পছন্দ করলেও, তারা যা করেছে, ভুল। ওই বিজ্ঞাপনটা ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন। তবে এ বিষয়ে কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনাটি বাতিল করেন।
রিপোর্ট : সা. সি. / সা. সি
শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে করা কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনের কারণে উভয় দেশের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে না।
শুক্রবার (৩১ অক্টোবর) ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও এখন আর আলোচনা হবে না।
তিনি আরও বলেন, মার্ক কার্নিকে অনেক পছন্দ করলেও, তারা যা করেছে, ভুল। ওই বিজ্ঞাপনটা ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন। তবে এ বিষয়ে কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সঙ্গে চলমান আলোচনাটি বাতিল করেন।
রিপোর্ট : সা. সি. / সা. সি
