ATN
শিরোনাম
  •  

মেক্সিকোর জনপ্রিয় উৎসব ডে অব দ্য ডেড

         
মেক্সিকোর জনপ্রিয় উৎসব ডে অব দ্য ডেড

মেক্সিকোর জনপ্রিয় উৎসব ডে অব দ্য ডেড

বিশ্বের একেক দেশের সংস্কৃতি একেক রকম। বিশ্বাসে বৈচিত্রে রয়েছে ভিন্ন রকম আচার-অনুষ্ঠানও। মেক্সিকোতে এমনই একটি জনপ্রিয় উৎসব হলো ডে অব দ্য ডেড বা মৃতদের দিন। যেখানে প্রিয়জনদের আত্মাকে পৃথিবীতে স্বাগত জানাতে উৎসব পালন করেন মেক্সিকানরা।

গাঁদা ফুলের কমলা আভায় সেজে উঠেছে মেক্সিকোর পথ। বাতাসে ভাসছে সুগন্ধ আর আনন্দ কোলাহল। মুখে কঙ্কালের জমকালো মেকআপ, হাতে প্রিয়জনের স্মৃতি, আর হৃদয়ে বাঁধভাঙা আনন্দ। এ যেন শোকের কালো চাদর সরিয়ে জীবন ও মৃত্যুর এক বর্ণাঢ্য মিলনমেলা।

ডে অব দ্য ডেড উৎসবের প্রাণ হলো অফ্রেন্দা বা বিশেষ বেদী। পরিবারের সদস্যরা ঘরে বা কবরস্থানে এটি তৈরি করেন। বেদীতে রাখা হয় প্রয়াত স্বজনদের পছন্দের খাবার, পানীয়, ছবি এবং বিশেষ ধরনের রুটি। মিষ্টি এই রুটি তৈরি হয় হাড়ের আদলে। ক্যান্ডি স্কাল বা চিনির খুলি দিয়ে বোঝানো হয়, মৃত্যুকে ভয় নয় বরং হাসি মুখে বরণ করতে হবে। বিশ্বাস করা হয়, বছরে একবার এই সময়ে আত্মারা তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে পৃথিবীতে ফিরে আসেন।

দিনটি উদযাপনে বিশাল প্যারেডের আয়োজন করা হয় মেক্সিকো সিটিতে। সবাই সেজে ওঠে মেক্সিকোর শিল্পকলা ও সাহিত্যের একটি পরিচিত কঙ্কাল প্রতীকে। এই সাজ মনে করিয়ে দেয়, মৃত্যু জীবনেরই একটি অংশ।

প্রতি বছর ১ ও ২ নভেম্বর উৎসবটি পালিত হয়। ১ নভেম্বর মৃত শিশুদের এবং ২ নভেম্বর প্রাপ্তবয়স্কদের স্মরণ করা হয়। ইউনেস্কো স্বীকৃত এই উৎসব মেক্সিকোর সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। এটি এমন এক সংস্কৃতি, যেখানে মৃত্যু জীবনের পথচলার এক রঙিন মাইলস্টোন মাত্র।

রিপোর্ট : সানজিদা সিলভিয়া / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ