ATN
শিরোনাম
  •  

হোয়াইটওয়াশ হয়েও দলীয় সামর্থে বিশ্বাসী লিটন

         
হোয়াইটওয়াশ হয়েও দলীয় সামর্থে বিশ্বাসী লিটন

হোয়াইটওয়াশ হয়েও দলীয় সামর্থে বিশ্বাসী লিটন

বিশ্বকাপের আগে ক্লান্তি ঘুচিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চান লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা তাঁর। ক্যারিবীয়দের কাছে ৩-০তে হোয়াইটওয়াশের পর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বাংলাদেশ অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের পরও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেও, দলের সামর্থে তিনি আত্মবিশ্বাসী।
একটা-দুইটা সিরিজ খারাপ যেতেই পারে। কিন্তু যারা খেলেছে, সবাই প্রুভেন প্লেয়ার। ব্রেকের পর সবাই রিস্টার্ট হয়ে ফিরবে।

মিডল অর্ডারের স্ট্রাইক রেট ও ধারাবাহিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে লিটনের মতে, ঘন ঘন পরিবর্তন নয়, প্রমাণিত ক্রিকেটারদের নিয়েই এগোতে হবে।

ডে বাই ডে প্লেয়ার চেঞ্জ করলে রেজাল্ট সেমই থাকবে। যারা অনেকদিন খেলছে, তাদের নিয়েই সামনে যাওয়া উচিত। আপস ব্যাটসম্যানদের শট ভ্যারিয়েশনের ঘাটতি নিয়েও খোলামেলা কথা বলেন লিটন। ওয়ার্ল্ড ক্রিকেট এখন অনেক এগিয়েছে। আমাদেরও সব ধরনের শট খেলতে শিখতে হবে।

টানা ক্রিকেটের ক্লান্তিও স্বীকার করলেন লিটন। জানালেন, সামনে থাকা স্বল্প বিরতিটা দলের জন্য হবে গুরুত্বপূর্ণ। সামটাইমস প্লেয়ারদেরও রেস্ট দরকার। এখন ১০ দিনের ব্রেকটা পেলে সবাই রিচার্জ হতে পারবে। বিশ্বকাপের আগে আরেকটি সিরিজ বাকি। লিটনের আশা, বিশ্রামের পর নতুন উদ্যমে মাঠে ফিরবে বাংলাদেশ দল।

রিপোর্ট : প. কু. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ