ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী ব্রিজ-১ ও ধলেশ্বরী ব্রিজ-২ এর মাঝামাঝি এলাকায় পরপর দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকা ও ধলেশ্বরী টোলপ্লাজার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লেনে একটি বাস, দুটি মাইক্রোবাস, একটি হাইয়েস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন এবং গাড়িগুলোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই লেনে যান চলাচল বন্ধ থাকে।
একই সময়ে উপজেলার ওমপাড়া এলাকায় মাওয়ামুখী একটি মোটরসাইকেল সামনে থাকা প্রাইভেটকারকে পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্ট : চ. পা/টুবন
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকা ও ধলেশ্বরী টোলপ্লাজার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লেনে একটি বাস, দুটি মাইক্রোবাস, একটি হাইয়েস ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন এবং গাড়িগুলোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই লেনে যান চলাচল বন্ধ থাকে।
একই সময়ে উপজেলার ওমপাড়া এলাকায় মাওয়ামুখী একটি মোটরসাইকেল সামনে থাকা প্রাইভেটকারকে পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্ট : চ. পা/টুবন
