চতুর্থ রাউন্ড থেকে বিদায় লিভারপুলের, শেষ আটে সিটি, চেলসি ও আর্সেনাল
কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে লিভারপুল। এদিকে উলভারহ্যাম্পটনকে ৪-৩ গোলে চেলসি, সোয়ানসিকে ৩-১ ব্যবধানে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল ২-০ ব্যবধানে ব্রাইটনকে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
নিজেদের মাঠে শুরুতে সিটির এলোমেলো রক্ষণের সুযোগটা কাজে লাগিয়ে ১২ মিনিটেই লিড নেয় সোয়ানসি। গুছিয়ে নিয়ে ৩৯ মিনিটে ম্যাচে ফেরে ম্যানচেস্টার সিটি, জেরেমি ডোকুর গোলে। বিরতির পর ৭৭ মিনিটে ওমর মার্মাশ সিটিকে এগিয়ে নেন। এবং ইনজুরি টাইমে রায়ান চার্কি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এ জয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় সিটির।
এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয় হয়েছে উলভারহ্যাম্পটন ও চেলসির মধ্যকার ম্যাচে। ৭ গোলের মহাড়নে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি উলভস। চেলসির হয়ে ৫ মিনিটে গোলের সূচনা করেন আন্দ্রে সান্তোষ, এরপর ১৫ মিনিটে জর্জ, ৪১ মিনিটে এস্তেভাও, ৮৬ মিনিটে লিয়াম এবং ৮৯ মিনিটে জেমি জিটেন্স গোল করেন। ৪৮ মিনিটে চেলসির জাল বল জড়িয়ে উলভসকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান তোলু আরোকদার। এরপর জোড়া গোল করেন ডেভিড ওলফ, তবে দলকে জেতাতে পারেন নি তিনি।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যানফিল্ডে শক্তিশালী একাদশ নিয়েই নেমেছিলো লিভারপুল। কিন্তু দুৰসময় যেন আটসাট বেধেই আর্ন স্লটের ঘাড়ে চেপে বসেছে। ক্রিস্টাল প্যালেসের কাছে পাত্তাই পেলো না। কারাবাও কাপে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা হেরে গেলো ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে তিন গোল খেয়ে কোনো গোল না করার এমন অভিজ্ঞতা গত ৯১ বছরে হয়নি লিভারপুলের। সবশেষ ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে এফএ কাপে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে হারের বৃত্তে থাকা দল এবার ছিটকে গেলো ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই। দলবদলে এবার রেকর্ড অর্থ ব্যয় করা লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরে গেল।
এদিকে সহজ জয় পেয়েছে আর্সেনাল। যদিও এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধ ছিলো গোলশুন্য। বিরতির পর ৫৭ মিনিটে এথানের গোলে লিড নেয় স্বাগতিকরা। আর ৭৬ মিনিটে বুকাও সাকার দারুন এক শট থেকে শেষ আট নিশ্চিত করে আর্সেনাল।
রিপোর্ট : কা. / সা. সি
নিজেদের মাঠে শুরুতে সিটির এলোমেলো রক্ষণের সুযোগটা কাজে লাগিয়ে ১২ মিনিটেই লিড নেয় সোয়ানসি। গুছিয়ে নিয়ে ৩৯ মিনিটে ম্যাচে ফেরে ম্যানচেস্টার সিটি, জেরেমি ডোকুর গোলে। বিরতির পর ৭৭ মিনিটে ওমর মার্মাশ সিটিকে এগিয়ে নেন। এবং ইনজুরি টাইমে রায়ান চার্কি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এ জয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় সিটির।
এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয় হয়েছে উলভারহ্যাম্পটন ও চেলসির মধ্যকার ম্যাচে। ৭ গোলের মহাড়নে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি উলভস। চেলসির হয়ে ৫ মিনিটে গোলের সূচনা করেন আন্দ্রে সান্তোষ, এরপর ১৫ মিনিটে জর্জ, ৪১ মিনিটে এস্তেভাও, ৮৬ মিনিটে লিয়াম এবং ৮৯ মিনিটে জেমি জিটেন্স গোল করেন। ৪৮ মিনিটে চেলসির জাল বল জড়িয়ে উলভসকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখান তোলু আরোকদার। এরপর জোড়া গোল করেন ডেভিড ওলফ, তবে দলকে জেতাতে পারেন নি তিনি।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যানফিল্ডে শক্তিশালী একাদশ নিয়েই নেমেছিলো লিভারপুল। কিন্তু দুৰসময় যেন আটসাট বেধেই আর্ন স্লটের ঘাড়ে চেপে বসেছে। ক্রিস্টাল প্যালেসের কাছে পাত্তাই পেলো না। কারাবাও কাপে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা হেরে গেলো ৩-০ ব্যবধানে। ঘরের মাঠে তিন গোল খেয়ে কোনো গোল না করার এমন অভিজ্ঞতা গত ৯১ বছরে হয়নি লিভারপুলের। সবশেষ ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে এফএ কাপে বোল্টন ওয়ান্ডারার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে হারের বৃত্তে থাকা দল এবার ছিটকে গেলো ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ড থেকেই। দলবদলে এবার রেকর্ড অর্থ ব্যয় করা লিভারপুল সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরে গেল।
এদিকে সহজ জয় পেয়েছে আর্সেনাল। যদিও এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধ ছিলো গোলশুন্য। বিরতির পর ৫৭ মিনিটে এথানের গোলে লিড নেয় স্বাগতিকরা। আর ৭৬ মিনিটে বুকাও সাকার দারুন এক শট থেকে শেষ আট নিশ্চিত করে আর্সেনাল।
রিপোর্ট : কা. / সা. সি
