গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা
গাজায় বিমান হামলা চালিয়ে ৪৬ শিশুসহ ১০৪ ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে মুহূর্মুহূ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগ তুলে অভিযান জোরদার করে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মার্কিন-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হামাস। এর জবাবে তারা কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও যোদ্ধার ওপর হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালেও হামাস শান্তি চুক্তির শর্ত মেনেই এক এক করে ইসরায়েলি জিম্মিদের ফেরত দিচ্ছে।
কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় প্রয়োজনীয় ও শক্তিশালী পদক্ষেপ নেয়া হবে। কারণ তারা সবশেষ যে মরদেহ ফেরত দিয়েছে, তা বাকি থাকা ১৩ জিম্মির কারও নয়।
রিপোর্ট : সিলভিয়া / সা. সি
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাজুড়ে মুহূর্মুহূ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনাকে হত্যার অভিযোগ তুলে অভিযান জোরদার করে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মার্কিন-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে হামাস। এর জবাবে তারা কয়েক ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও যোদ্ধার ওপর হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালেও হামাস শান্তি চুক্তির শর্ত মেনেই এক এক করে ইসরায়েলি জিম্মিদের ফেরত দিচ্ছে।
কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় প্রয়োজনীয় ও শক্তিশালী পদক্ষেপ নেয়া হবে। কারণ তারা সবশেষ যে মরদেহ ফেরত দিয়েছে, তা বাকি থাকা ১৩ জিম্মির কারও নয়।
রিপোর্ট : সিলভিয়া / সা. সি
