ATN
শিরোনাম
  •  

প্রতিশোধ নিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

         
প্রতিশোধ নিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রতিশোধ নিয়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গত দুই বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকার নারী দল। এবারও গ্রুপপর্বে ইংলিশদের বিপক্ষে ১০ উইকেটে হারে প্রোটিয়া নারীরা। তবে আজ সেই পুরনো হিসাব চুকিয়ে দিয়েছে তারা।

গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ১২৫ রানের বিশাল জয় তুলে নিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তোলে ৩১৯ রানের বড় পুঁজি। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দল গুটিয়ে যায় মাত্র ১৯৪ রানে।

দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক দুইজন-অধিনায়ক লরা উলভার্ট ও অলরাউন্ডার মারিজান ক্যাপ। উলভার্ট খেলেছেন দুর্দান্ত এক ইনিংস-১৪৩ বলে ১৬৯ রান, যেখানে ছিল ২০টি চার ও ৪টি ছক্কা।

অন্যদিকে বল হাতে ক্যাপের ঝুলিতে ৫ উইকেট, মাত্র ২০ রান খরচায়। এর ফলে ক্যাপ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন-৪৪টি উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের ঝুলান গোস্বামিকে।

ব্যাট হাতেও ছিলেন সমান কার্যকর। মাত্র ৩৩ বলে করেছেন ঝোড়ো ৪২ রান, ৪টি চার ও একটি ছক্কা মেরে। এছাড়াও তাজমিন ব্রিটস করেছেন ৬৫ বলে ৪৫ রান, আর ক্লোয়ি টাইওন যোগ করেন ২৬ বলে ৩৩।

ইংল্যান্ডের হয়ে সোফি একেলেস্টন নিয়েছেন ৪ উইকেট ৪৪ রানে। ৩২০ রানের লক্ষ্য তাড়ায় ইংলিশদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে শুরুতেই। প্রথম তিন ব্যাটার-অ্যামি জোনস, টামি বিউমন্ট ও হিথার নাইট-তিনজনই আউট হন শূন্য রানে। তবে অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট খেলেন ৭৬ বলে ৬৪ রানের লড়াকু ইনিংস, আর অ্যালিস কাপসে করেন ৭১ বলে ৫০। ড্যানি ওয়াট ৩১ বলে ৩৪ ও লিনসে স্মিথ ৩৬ বলে ২৭ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।

দক্ষিণ আফ্রিকার নারী দল এখন অপেক্ষায় ইতিহাস গড়ার-বিশ্বকাপের ফাইনালে তাদের প্রথম পদার্পণেই নজর থাকবে পুরো ক্রিকেট বিশ্বের।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ