ATN
শিরোনাম
  •  

সোনার বাজারে আবারও ঊর্ধ্বগতি

         
সোনার বাজারে আবারও ঊর্ধ্বগতি

সোনার বাজারে আবারও ঊর্ধ্বগতি

টানা চার দফা কমার পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি - বাজুস। ফলে আবারও দুই লাখ টাকার ঘর ছাড়িয়ে গেল সোনার দাম।

বুধবার, ২৯ অক্টোবর, বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়-প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। এই নতুন দাম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে চলতি মাসের ২০ অক্টোবর সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় উঠেছিল।

এরপর টানা চার দফায় দাম কমে দাঁড়ায় ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। কিন্তু একদিন না যেতেই আবারও দাম বৃদ্ধির ঘোষণা দিল বাজুস।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের ওপরে।

নতুন দামে-

২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

২১ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা

১৮ ক্যারেট ১ লাখ ৬৫ হাজার ৮৬২ টাকা

আর সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, আর সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ