ATN
শিরোনাম
  •  

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করল মেট্রোরেল কর্তৃপক্ষ

         
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করল মেট্রোরেল কর্তৃপক্ষ

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করল মেট্রোরেল কর্তৃপক্ষ

ঢাকা মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে- তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি অনুসরণ করে নিয়মিত চলাচল করছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে- তারা যেন নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হন।”

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের নিরাপদ চলাচল বজায় রাখতে প্রতিদিনই নিয়মিত পরিদর্শন, কারিগরি পরীক্ষা এবং যান্ত্রিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রকৌশল ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রতিটি স্টেশন, পিলার ও রেললাইনে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা কার্যকর আছে। যাত্রীদের নিরাপদ চলাচলই মেট্রোরেল পরিচালনার সর্বোচ্চ অগ্রাধিকার।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত ও দুইজন আহত হন। ঘটনাটির পর থেকে সংশ্লিষ্ট অংশে মেট্রোরেল সতর্ক গতিতে চলাচল করছে এবং কারিগরি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ পরিদর্শন চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ