ATN
শিরোনাম
  •  

প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানে হেরেছে পাকিস্তান

         
প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানে হেরেছে পাকিস্তান

প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানে হেরেছে পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানে হেরেছে পাকিস্তান। ১০ মাস পর আন্তর্জাতিক টি-২০তে ফিরে বিব্রতকর রেকর্ড গড়েছেন বাবর আজম।

রাওয়ালপিন্ডিতে, টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৪ রানের বড় পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬০ রান করেন রেজা হেনড্রিকস।

এছাড়া অবসর ভেঙে টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন করা কুইন্টন ডি কক ২৩, অভিষিক্ত টনি ডি জর্জি ৩৩ এবং জর্জ লিন্ডে করেন ৩৬ রান। পাকিস্তানের হয়ে ৩টি উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। রান তাড়ায়, উদ্বোধনী জুটিতে ৩১ রান তোলে পাকিস্তান।

গত বছরের ডিসেম্বরের পর প্রথম টি-২০ খেলতে নেমে বাবর আজম ফেরেন শূণ্য রানে। যা দেশটির হয়ে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ। বাবরের বিদায়ের পর ৮৯ রানে ৭ উইকেট খুইয়ে পথ হারায় তাঁরা। ১১ বল বাকি থাকতেই অলআউট হয় ১৩৯ রানে।

রিপোর্ট : আ. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ