ATN
শিরোনাম
  •  

মানিকগঞ্জে ফুলচাষিরা লোকসানের আশঙ্কায়

         
মানিকগঞ্জে ফুলচাষিরা লোকসানের আশঙ্কায়

মানিকগঞ্জে ফুলচাষিরা লোকসানের আশঙ্কায়

মানিকগঞ্জে অতিবৃষ্টির কারণে ফুলক্ষেতে পোকার আক্রমণ বেড়েছে। ঘন ঘন বৃষ্টিতে কীটনাশক ধুয়ে যাওয়ায় তা কার্যকর হচ্ছে না, ফলে ফুলচাষিরা বড় লোকসানের আশঙ্কায় আছেন।

উপজেলার ভাকুম, কানাইনগর, খাসের চর, কাশিমপুর, ফোডনগর ও সাহরাইলসহ বিভিন্ন গ্রামে বেলি, রজনীগন্ধা, জারবেরা এবং দেশি-বিদেশি গোলাপসহ নানা জাতের ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এসব ফুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বৃষ্টির পর প্রখর রোদে এখন এই গাছ নষ্ট হয়ে ফুলের ফলনও কমে গেছে।

সিংগাইর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী জানান এ বছর অতিবৃষ্টির কারণে ফুলক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা ক্ষতি থেকে কিছুটা রক্ষা পেতে পারেন।

রিপোর্ট : অ. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ