ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকায় ধেয়ে আসছে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন মেলিসা। এরইমধ্যে ঝড়ের প্রভাবে ৭ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, দেশটিতে এই ঘূর্ণিঝড়টি প্রাণঘাতী ও মহা বিপর্যয় ডেকে আনতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ মাইল বা ২৮২ কিলোমিটার গতিতে হারিকেন মেলিসা এখন ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যেটি ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্তর।
এটি ক্রমান্বয়ে আরও শক্তি সঞ্চয় করছে। ঝড়ে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে একজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খুবই ধীর গতিতে উপকূলের দিকে যাচ্ছে ঝড়টি। ফলে দীর্ঘ সময় এটি তাণ্ডব চালাতে পারে।
প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ১৯৮৮ সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
রিপোর্ট : সি. / সা. সি
যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, দেশটিতে এই ঘূর্ণিঝড়টি প্রাণঘাতী ও মহা বিপর্যয় ডেকে আনতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ মাইল বা ২৮২ কিলোমিটার গতিতে হারিকেন মেলিসা এখন ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। যেটি ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্তর।
এটি ক্রমান্বয়ে আরও শক্তি সঞ্চয় করছে। ঝড়ে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে একজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খুবই ধীর গতিতে উপকূলের দিকে যাচ্ছে ঝড়টি। ফলে দীর্ঘ সময় এটি তাণ্ডব চালাতে পারে।
প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ১৯৮৮ সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
রিপোর্ট : সি. / সা. সি
