ATN
শিরোনাম
  •  

গাজায় ইয়েলো লাইনে বন্দি ফিলিস্তিনিরা

         
গাজায় ইয়েলো লাইনে বন্দি ফিলিস্তিনিরা

গাজায় ইয়েলো লাইনে বন্দি ফিলিস্তিনিরা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও স্বস্তি ফিরছে না উপত্যকায়। 'ইয়েলো লাইন' নামে নতুন সামরিক সীমারেখা তৈরি করে গাজা দখলের নতুন পাঁয়তারা চালাচ্ছে ইসরায়েল। এমনকি এই সীমানার আশেপাশে গেলেও চালানো হচ্ছে গুলি। এমন পরিস্থিতিতে গাজার অর্ধেকেরও বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনাদের গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের নির্দিষ্ট এলাকা থেকে সরে যাওয়ার কথা। যাতে গাজার ৫৩ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ থাকে তেল আবিবের হাতে। তবে বাস্তবে, নির্ধারিত সীমানার বাইরেও বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে আইডিএফ। প্রতি ২০০ মিটার পরপর বসানো হচ্ছে হলুদ ব্লক। এই সীমানাকে ইয়েলো লাইন হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্রও প্রকাশ করেছে ইসরায়েল।

স্যাটেলাইট ইমেজ ও নতুন ভিডিও ফুটেজে দেখা যায়, গাজার ভেতরে প্রায় ৫২০ মিটার পর্যন্ত বসানো হচ্ছে কংক্রিটের হলুদ ব্লক। ফিলিস্তিনিদের জন্য এই সীমারেখা অতিক্রম সম্পূর্ণ নিষেধ। এমনকি এর কাছাকাছি গেলেও চালানো হচ্ছে গুলি। ফলে, সীমারেখার ওপারে থাকা নিজেদের বাড়িঘরেও ফিরতে পারছেন না হাজারো ফিলিস্তিনি।

নতুন এই সীমানার কারণে মিসরের সঙ্গে থাকা দক্ষিণ সীমান্ত হারানোর পথে গাজা। ছাড়তে হতে পারে রাফা শহর বহু অংশ। এছাড়া খান ইউনিসের বড় অংশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাস্তবে, গাজাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে এই ইয়েলো লাইন। বিশ্লেষকদের আশঙ্কা, ধীরে ধীরে স্থায়ী সীমানায় রূপ নিচ্ছে এই অস্থায়ী সীমারেখা। এমনটা হলে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড চলে যাবে ইসরায়েলের দখলে। যা ফিলিস্তিনের জন্য ডেকে আনবে ভয়াবহ পরিণতি।

আপাত দৃষ্টিতে গাজায় যুদ্ধ থামলেও নতুন করে শুরু হয়েছে মানচিত্র যুদ্ধ। যেখানে প্রতিদিন ছোট হচ্ছে ফিলিস্তিনিদের ভূমি, আর বড় হচ্ছে অনিশ্চয়তার সীমারেখা।

রিপোর্ট : রা. মু. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ