ATN
শিরোনাম
  •  

আরো এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস

         
আরো এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস

আরো এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিলো হামাস

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ড্রোন হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর আরো এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয় হামাস।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭.১০.২৫) সন্ধ্যায় মরদেহটি রেড ক্রসের মাধ্যমে আইডিএফ-এর কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ নিয়ে ২০ জীবিত জিম্মির পাশাপাশি ১৬ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এখনো ইসরায়েলের ১২ জিম্মির মরদেহ ফেরত দিতে হবে হামাসকে।

তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে গাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকা এসব মরদেহ উদ্ধারে বেগ পেতে হচ্ছে বলে দাবি হামাসের। দ্রুত সব জিম্মির মরদেহ ফেরত না দিলে যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে জিম্মি পরিবারের সদস্যরা।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

রিপোর্ট : রা. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ