ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্ৰেপ্তার

         
কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্ৰেপ্তার

কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্ৰেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে একাধিক হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি সোহেল ওরফে বিগশোকে (৩২) গ্ৰেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল ফরিদপুর জেলার সদরপুর থানার মোল্লাডাঙ্গী এলাকার আলাউদ্দিন ওরফে আলেক বেপারীর ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একাধিক হত্যা, ডাকাতি ও ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ওরফে বিগশো তার বর্তমান বাসা সুভাঢ্য পূর্ব পাড়ায় মজিবর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় অবস্থান করছে।

পরবর্তীতে সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্ৰেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা, পাঁচটি মাদক মামলা একটি ডাকাতি ও একটি হত্যা মামলা রয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, গ্রেপ্তারকৃত সোহেল ওরফে বিগশোর নামে পূর্বে একটি ডাকাতি মামলা রয়েছে। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সে এর পূর্বেও একাধিকবার জেল খেটেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ