ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানের হার বাংলাদেেশর
পারলোনা বাংলাদেশ , রভম্যান পাওয়েলের ১০০তম টি-২০ ম্যাচে বাংলাদেশকে ১৬ রানে রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের শুরুতেই ১-০তে পিছিয়ে পড়লো টাইগাররা।
জিততে হলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ভাঙতে হতো বাংলাদেশকে। এর আগে এই মাঠে সর্বোচ্চ ১৫৭ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ওই রান ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ক্যারিবীয় ব্যাটাররা ঢিমেতালে খেললেও, শেষদিকে চালিয়েছে তান্ডব। শেষ তিন ওভারে ৫১ রান নেয় ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপ ২৮ বলে ৪৬ ও পাওয়েল তার ১০০তম ম্যাচে ২৮ বলে অপরাজিত থাকেন ৪৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ পায় ১৬৫ রানের পুজি।
রান তাড়ায় নেমে বোলিংয়ের মতোই শুরুটা ভালো করে বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত এক ক্যাচে তানজিদের বিদায়ে সেই স্বস্তি মেলাতেও সময় লাগেনি। ইনজুরি থেকে ফেরাটা ভালো হয়নি অধিনায় লিটন দাসেরও। প্রত্যাশা পুরণ করতে ব্যর্থ ইনফর্ম সাইফ হাসান। পাওয়ার প্লে-তে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শামিম-নুরুল হাসানরা দ্রুত ফিরে চাপ বাড়িয়েছেন আরও। তাওহিদ হৃদয় চেষ্টা করে ফিরেছেন ২৮ রানে। বাংলাদেশের আশা বাচিয়ে রাখেন দুই বোলার তানজিম হাসান ও নাসুম আহমেদ। ২৭ বলে ৩৩ রান করে ফিরেছেন তানজিম। আবারো গ্যালারি উজ্জীবিত গ্যালারি স্তব্ধ।
এদিন ক্যাচিঙে অসাধারণ ক্যারিবিয়রা নাসুমকেও ফেরায় দুর্দান্ত এক ক্যাচে। নিভে যায় টাইগারদের জয়ের আশা। বাংলাদেশ থামে যায় ১৪৯ রানে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
জিততে হলে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ভাঙতে হতো বাংলাদেশকে। এর আগে এই মাঠে সর্বোচ্চ ১৫৭ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ওই রান ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ক্যারিবীয় ব্যাটাররা ঢিমেতালে খেললেও, শেষদিকে চালিয়েছে তান্ডব। শেষ তিন ওভারে ৫১ রান নেয় ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপ ২৮ বলে ৪৬ ও পাওয়েল তার ১০০তম ম্যাচে ২৮ বলে অপরাজিত থাকেন ৪৪ রানে। ওয়েস্ট ইন্ডিজ পায় ১৬৫ রানের পুজি।
রান তাড়ায় নেমে বোলিংয়ের মতোই শুরুটা ভালো করে বাংলাদেশ। কিন্তু দুর্দান্ত এক ক্যাচে তানজিদের বিদায়ে সেই স্বস্তি মেলাতেও সময় লাগেনি। ইনজুরি থেকে ফেরাটা ভালো হয়নি অধিনায় লিটন দাসেরও। প্রত্যাশা পুরণ করতে ব্যর্থ ইনফর্ম সাইফ হাসান। পাওয়ার প্লে-তে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
শামিম-নুরুল হাসানরা দ্রুত ফিরে চাপ বাড়িয়েছেন আরও। তাওহিদ হৃদয় চেষ্টা করে ফিরেছেন ২৮ রানে। বাংলাদেশের আশা বাচিয়ে রাখেন দুই বোলার তানজিম হাসান ও নাসুম আহমেদ। ২৭ বলে ৩৩ রান করে ফিরেছেন তানজিম। আবারো গ্যালারি উজ্জীবিত গ্যালারি স্তব্ধ।
এদিন ক্যাচিঙে অসাধারণ ক্যারিবিয়রা নাসুমকেও ফেরায় দুর্দান্ত এক ক্যাচে। নিভে যায় টাইগারদের জয়ের আশা। বাংলাদেশ থামে যায় ১৪৯ রানে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
