ATN
শিরোনাম
  •  

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

         
দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত এয়ারক্রাফট দুটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল।

ইউএস প্যাসিফিক ফ্লিট এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরে রোববার প্রায় ৩০ মিনিটের ব্যবধানে ওই হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনায় কবলিত MH-60 আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলটও ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হয়েছেন। দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত শেষ হলেও চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার ও যুদ্ধবিমানটি USS নিমিৎজ বিমানবাহী রণতরী থেকে রুটিন অপারেশন চালাচ্ছিলো। এদিকে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে সেখানে পাঠানো হয়েছিল।

রিপোর্ট : সানজিদা সিলভিয়া / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ