ম্যাচের আগে লামিন ইয়ামালের বলা কথায় তেতে গিয়েই বার্সেলোনাকে হারালো রিয়াল মাদ্রিদ? ম্যাচ শেষে যেভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা তেড়ে গেলেন তার দিকে, তাতে তো তাই-ই মনে হয়। তবে ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন বাবা মুনির নাসরাওয়ি, আর তার সতীর্থরা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২-১ গোলে জয়ের পর রিয়াল মাদ্রিদের সব আক্রাশ যেন গিয়ে পড়লো লামিন ইয়ামালের ওপর।
প্রথমে দানি কারবাহাল, পরে ভিনিসিয়ুস, থিবো কোর্তোয়া-মারমুখী ভঙ্গিতে ছুটে গিয়ে ঘিরে ধরলেন বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকাকে। ফ্রেঙ্কি ডি ইয়ং মাঝখানে এসে রক্ষা করেন ইয়ামালকে, পরে সহায় নিরাপত্তা কর্মকর্তারা।
ইয়ামালের ওপর মাদ্রিদিস্তাদের ক্ষোভের কারণ সবার জানা। সেই যে, ম্যাচের আগে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, রিয়াল ম্যাচে চুরি করে আর অভিযোগ করে!
এমনটা বলে ইয়ামাল কি নিজের ওপর চাপ নিয়ে নিয়েছিলেন? গত বছর এই দিনেই জোড়া গোলে রিয়ালকে বিধ্বস্ত করা ইয়ামাল নিষ্প্রভ। গোল দূরে থাক, গোলমুখে শট পর্যন্ত নিতে পারেননি। গোলে সহায়তা নেই। অ্যাকুরেট ক্রস শূন্য। সফল ড্রিবল মাত্র ৫০ শতাংশ।
সাবেক বার্সেলোনা মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা, ইয়ামালকে কাঠগড়ায় তুলে বলেছেন, তার কথাই তাতিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে, তার জন্যই এই হার।
রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অরেলিঁয়ে চুয়ামেনি ম্যাচ শেষে বলেছেন ইয়ামালের বাঁকা কথাই তাদের জুগিয়েছে বাড়তি অনুপ্রেরণা।
সতীর্থ ডি ইয়ং ও রোনাল্দ আরাওহো’র সমর্থন পাচ্ছেন ইয়ামাল। আরাউহো’র কথা , ইয়ামাল দুর্দান্ত পেশাদার। সে জানে সে কী করছে। হারটা কষ্টের, তবে আমরা এগিয়ে যাবো। দীর্ঘ মৌসুম পড়ে রয়েছে। আস্থার সঙ্গেই আমরা আমাদের কাজটা করে চলেছি।
ছেলে ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন মুনির নাসরাওয়ি। ইনস্টাগ্রামে ইয়ামালের বাবা লিখেছেন: সৌভাগ্যবশত তার বয়স মাত্র ১৮.. দেখা হবে বার্সেলোনায়! মুহূর্তেই এই পোস্ট ভাইরাল। ফিরতি ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য এটিকে সতর্ক সংকেত বা হুঙ্কার হিসেবেই দেখছেন ভক্তরা।
রিপোর্ট : প. কু. / সা. সি
মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২-১ গোলে জয়ের পর রিয়াল মাদ্রিদের সব আক্রাশ যেন গিয়ে পড়লো লামিন ইয়ামালের ওপর।
প্রথমে দানি কারবাহাল, পরে ভিনিসিয়ুস, থিবো কোর্তোয়া-মারমুখী ভঙ্গিতে ছুটে গিয়ে ঘিরে ধরলেন বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকাকে। ফ্রেঙ্কি ডি ইয়ং মাঝখানে এসে রক্ষা করেন ইয়ামালকে, পরে সহায় নিরাপত্তা কর্মকর্তারা।
ইয়ামালের ওপর মাদ্রিদিস্তাদের ক্ষোভের কারণ সবার জানা। সেই যে, ম্যাচের আগে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, রিয়াল ম্যাচে চুরি করে আর অভিযোগ করে!
এমনটা বলে ইয়ামাল কি নিজের ওপর চাপ নিয়ে নিয়েছিলেন? গত বছর এই দিনেই জোড়া গোলে রিয়ালকে বিধ্বস্ত করা ইয়ামাল নিষ্প্রভ। গোল দূরে থাক, গোলমুখে শট পর্যন্ত নিতে পারেননি। গোলে সহায়তা নেই। অ্যাকুরেট ক্রস শূন্য। সফল ড্রিবল মাত্র ৫০ শতাংশ।
সাবেক বার্সেলোনা মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা, ইয়ামালকে কাঠগড়ায় তুলে বলেছেন, তার কথাই তাতিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে, তার জন্যই এই হার।
রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অরেলিঁয়ে চুয়ামেনি ম্যাচ শেষে বলেছেন ইয়ামালের বাঁকা কথাই তাদের জুগিয়েছে বাড়তি অনুপ্রেরণা।
সতীর্থ ডি ইয়ং ও রোনাল্দ আরাওহো’র সমর্থন পাচ্ছেন ইয়ামাল। আরাউহো’র কথা , ইয়ামাল দুর্দান্ত পেশাদার। সে জানে সে কী করছে। হারটা কষ্টের, তবে আমরা এগিয়ে যাবো। দীর্ঘ মৌসুম পড়ে রয়েছে। আস্থার সঙ্গেই আমরা আমাদের কাজটা করে চলেছি।
ছেলে ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন মুনির নাসরাওয়ি। ইনস্টাগ্রামে ইয়ামালের বাবা লিখেছেন: সৌভাগ্যবশত তার বয়স মাত্র ১৮.. দেখা হবে বার্সেলোনায়! মুহূর্তেই এই পোস্ট ভাইরাল। ফিরতি ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য এটিকে সতর্ক সংকেত বা হুঙ্কার হিসেবেই দেখছেন ভক্তরা।
রিপোর্ট : প. কু. / সা. সি
