সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ও সিটি বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদের মধ্যে, রাতভর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এতে আহত হয়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন শিক্ষার্থী। এই সংঘর্ষের সময়, সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ায় ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে ঘটনার সূত্রপাত। ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে, বাগ-বিতণ্ডায় জড়ায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের আবাসনে হামলা ও ভাঙচুর করলে, পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। উত্তেজনার এক পর্যায়ে গাড়িতে আগুন দেওয়া হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি শিক্ষার্থীরা দাবি করেন, সংঘর্ষে তাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
দুই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি বলে অভিযোগ করেন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাতভর চলা এই সংঘর্ষ ভোরের দিকে থেমে গেলেও সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ৬টার পর সিটি ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা খাগাইন-বিরুলিয়া-সাভার সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
রিপোর্ট : তৌ. হা. / সা. সি
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ায় ব্যাচেলর প্যারাডাইস নামের একটি ভবনের সামনে ঘটনার সূত্রপাত। ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণকে কেন্দ্র করে, বাগ-বিতণ্ডায় জড়ায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের আবাসনে হামলা ও ভাঙচুর করলে, পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। উত্তেজনার এক পর্যায়ে গাড়িতে আগুন দেওয়া হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি শিক্ষার্থীরা দাবি করেন, সংঘর্ষে তাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
দুই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি বলে অভিযোগ করেন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাতভর চলা এই সংঘর্ষ ভোরের দিকে থেমে গেলেও সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ৬টার পর সিটি ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা খাগাইন-বিরুলিয়া-সাভার সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
রিপোর্ট : তৌ. হা. / সা. সি
