টানা ৪ এল ক্লাসিকো পর অবশেষে জয়রথ থামলো বার্সেলোনার
টানা ৪ এল ক্লাসিকো পর অবশেষে জয়রথ থামলো বার্সেলোনার। কিলিয়ান এমবাপ্পে-জুড বেলিংহ্যামের গোলে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিশোধটা সুদে-আসলে নিল রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে কাতালানদের ২-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোরা। ১০ ম্যাচে ৯ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জাবি আলোনসোর দল।
বের্নাবেউ। প্রতিশোধের নেশায় মত্ত রিয়াল মাদ্রিদের এটা চিরচেনা কৌশল। ম্যাচের আগে দুদলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্য বিনিময় আর কাদাছোড়াছুড়ি মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই পরিস্থিতি হয়ে উঠেছিল থমথমে।
নিজেদের মাঠে নেমেই দুর্দমনীয় রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্ল্যাঙ্কোস। তবে রেফারির দেয়া সিদ্ধান্ত বদলে যায় ভিএআরে ।
পেনাল্টি না পেলেও থামেনি রিয়ালের আক্রমণ। এমবাপ্পের দুর্দান্ত গোলে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। তবে বার্সেলোনার হাই-লাইন ডিফেন্সের ফাঁদে অফসাইডে বাতিল হয় রিয়ালের গোল। তাতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাবি আলোনসোর দলকে। বেলিংহামের ক্রসে শেজনিকে হতবুদ্ধি করে রিয়ালের নায়ক কিলিয়ান এমবাপ্পে।
কাউন্টার অ্যাটাকে ম্যাচের ৩৮ মিনিটেই বের্নাবেউকে স্তব্ধ করে দেয় বার্সেলোনা। আর্দা গুলারের ভুলে ম্যাচে সমতা ফেরান ফেরমিন লোপেজ। সমতা টেকেনি বেশিক্ষণ। ৪২ মিনিটেই আবারো এগিয়ে যায় রিয়াল। এবার গোল করেন জুড বেলিংহাম।
উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর খুজে পাওয়া যায়নি দুদলকে। ঝেমানো ফুটবলে কেউই আর পরীক্ষায় ফেলতে পারেনি কাউকে। তাতে জয় দিয়েই মৌসুমের প্রথম এল ক্লাসিকো রাঙ্গালো রিয়াল মাদ্রিদ।
রিপোর্ট : আ. / সা. সি
বের্নাবেউ। প্রতিশোধের নেশায় মত্ত রিয়াল মাদ্রিদের এটা চিরচেনা কৌশল। ম্যাচের আগে দুদলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্য বিনিময় আর কাদাছোড়াছুড়ি মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই পরিস্থিতি হয়ে উঠেছিল থমথমে।
নিজেদের মাঠে নেমেই দুর্দমনীয় রিয়াল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্ল্যাঙ্কোস। তবে রেফারির দেয়া সিদ্ধান্ত বদলে যায় ভিএআরে ।
পেনাল্টি না পেলেও থামেনি রিয়ালের আক্রমণ। এমবাপ্পের দুর্দান্ত গোলে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। তবে বার্সেলোনার হাই-লাইন ডিফেন্সের ফাঁদে অফসাইডে বাতিল হয় রিয়ালের গোল। তাতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাবি আলোনসোর দলকে। বেলিংহামের ক্রসে শেজনিকে হতবুদ্ধি করে রিয়ালের নায়ক কিলিয়ান এমবাপ্পে।
কাউন্টার অ্যাটাকে ম্যাচের ৩৮ মিনিটেই বের্নাবেউকে স্তব্ধ করে দেয় বার্সেলোনা। আর্দা গুলারের ভুলে ম্যাচে সমতা ফেরান ফেরমিন লোপেজ। সমতা টেকেনি বেশিক্ষণ। ৪২ মিনিটেই আবারো এগিয়ে যায় রিয়াল। এবার গোল করেন জুড বেলিংহাম।
উত্তেজনাপূর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর খুজে পাওয়া যায়নি দুদলকে। ঝেমানো ফুটবলে কেউই আর পরীক্ষায় ফেলতে পারেনি কাউকে। তাতে জয় দিয়েই মৌসুমের প্রথম এল ক্লাসিকো রাঙ্গালো রিয়াল মাদ্রিদ।
রিপোর্ট : আ. / সা. সি
