ATN
শিরোনাম
  •  

সালমান শাহ ‘হত্যা’ মামলায় একাধিক কারণ সামনে

         
সালমান শাহ ‘হত্যা’ মামলায় একাধিক কারণ সামনে

সালমান শাহ ‘হত্যা’ মামলায় একাধিক কারণ সামনে

সালমান শাহ খুনের কারণ কি? কারা জড়িত? তদন্তে পুলিশ ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সালমান শাহ ‘হত্যা’ মামলায় একাধিক কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রথমত সালমান শাহ খুন হয়েছেন- তা নিশ্চিত হওয়া। খুনের নেপথ্যে কারণ খুঁজে বের করা। তদন্তের আওতায় থাকছে পারিবারিক এবং পেশাগত দন্দ্বের বিষয়টিও। প্রায় তিন দশক আগের মৃত্যুর ঘটনায় এসব বিষয় তুলে আনার চ্যালেঞ্জও আছে পুলিশের। এরপরও আশার কথাই শোনালেন তদন্তে যুক্ত পুলিশ কর্মকর্তা।

সালমান শাহ। ছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। রূপালি পর্দার সালমান শাহ এখনো ভক্তদের কাছে এক আবেগের নাম। মৃত্যুর তিন দশক পরও জনপ্রিয়তার কমতি নেই তাঁর। যে জনপ্রিয়তার শুরু হয়েছিলো নব্বই দশকের শুরুতে। পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম সালমান শাহের। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন। জনপ্রিয়তার শিখরে থেকেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে ২৫ বছর বয়সী সালমান। বেঁচে থাকলে সালমান শাহ’র বয়স হতো বাংলাদেশের সমান।

তাঁর মর্মান্তিক মৃত্যু আজো এক রহস্য। হত্যা নাকি আত্মহত্যা এ হিসাব মেলাতেই কেটে গেছে প্রায় ত্রিশ বছর। যে রহস্যের কিনারা করতেই এবার সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা।

মামলায় আসামি করা হয়েছে ১১ জন। এর মধ্যে প্রধান আসামি সালমান শাহের স্ত্রী সামিরা হক (জিএফএক্স)। অন্য আসামিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রের রহস্যপুরুষ প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। কয়েক বছর ধরে দেশের বাইরে অবস্থান করা আজিজ মোহাম্মদ ভাই কি আইনের আওতায় আসবেন সালমান শাহ হত্যা মামলায়? ঢাকাই ছবির আরেক জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি তিনি। সালমান শাহ হত্যা মামলার অন্য আসামিরা হলেন ঢাকাই ছবির ভিলেন হিসেবে পরিচিত ডন। পুরো নাম আশরাফুল হক ডন। সালমান শাহর শাশুড়ি লতিফা হক লিউ ওরফে লুসি। জনৈক ডেভিড, জাভেদ, ফারুক, ইস্কাটনের তখনকার মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদসহ অজ্ঞাত পরিচয় কয়েকজন।

গত ২০ অক্টোবর হত্যা মামলার দায়েরের পর তদন্ত শুরু করেছে রমনা মডেল থানা পুলিশ। এরই মাঝে রাজধানীর ইস্কাটনে সালমান শাহ যে বাসায় ভাড়া থাকতেন, সেখানে যান তদন্ত কর্মকর্তাসহ অন্যরা। বাসাটি আগের মতোই আছে। বর্তমানে বাসিন্দা হিসেবে আছেন ফ্ল্যাট মালিক। যে ঘর থেকে সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়, সে ঘরে এখনো যেনো সালমান শাহ'র স্মৃতি বহমান।

হত্যা মামলার আসামিরা যাতে পালাতে না পারে, সে জন্য দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন তদন্তের অগ্রগতির কথা।

সালমান শাহকে কারা, কেন খুন করলো সেদিকেই এখন নজর পুলিশের। খুনের রহস্য উন্মোচন করতে পারাই তাদেরর সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কি পুলিশ উতরে যেতে পারবে? ত্রিশ বছর ধরে ভক্ত অনুরাগীদের মনে বয়ে চলা এই প্রশ্নের মীমাংসা কি হবে এবার?

নিজের অভিনয় গুনে ঢাকাই চলচ্চিত্রের যে নতুন অধ্যায় সূচনা করেছিলেন সালমান শাহ, ২৫ বছর বয়সে চলে যাওয়ার মধ্য দিয়ে সেটি থেমে গেলেও, তাঁর মৃত্যু রহস্যের কিনারা হবে এবার-এমন আশাতেই বুক বেঁধে আছেন পরিবার, স্বজন ও তার ভক্তকূল।

রিপোর্ট : ই. হো. সু / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ