ভারতের শুল্ক সুবিধায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বাংলাদেশে
ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের শুল্ক কমার সম্ভাবনা। যার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বাংলাদেশে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের চেয়ে ভারত বাড়তি শুল্ক সুবিধা পেলে তা দেশের রপ্তানি শিল্পের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে।
ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কমাতে দুদেশের সরকারের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। ভারতের ওপর বাড়তি শুল্ক কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের পোশাক শিল্প সঙ্কটে পড়তে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। কেননা, ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৫-১৬ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষের দিকে আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসতে পারে। যা বর্তমানে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর প্রযোজ্য ২০ শতাংশ শুল্কের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।
ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫ শতাংশ শুল্ক ব্যবধানে স্বল্প মেয়াদে প্রভাব পড়বে না দেশের পোশাকখাতে। এজন্য তাগিদ দিলেন রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি,বিদুৎ ও জ্বালানি সঙ্কট নিরসনে।
তবে পোশাক খাত সংশ্লিষ্টরা শঙ্কা দেখছেন, ভারত ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্পে বিনিয়োগ বাড়ালে, তা দেশের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
এ অবস্থায় ব্যবসায়ীরা ইউরোপ-আমেরিকার বাইরে রপ্তানির বিকল্প বাজারও দেখছেন।
সেই সাথে মার্কিন বাজারে বাংলাদেশের বিদ্যমান ২০ শতাংশ শুল্ক কমিয়ে আনার তাগিদও পোশাক ব্যবসায়ীদের।
রিপোর্ট : মা. সি. / সা. সি
ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কমাতে দুদেশের সরকারের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। ভারতের ওপর বাড়তি শুল্ক কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের পোশাক শিল্প সঙ্কটে পড়তে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। কেননা, ভারতের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৫-১৬ শতাংশে নামার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের শেষের দিকে আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসতে পারে। যা বর্তমানে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর প্রযোজ্য ২০ শতাংশ শুল্কের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।
ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫ শতাংশ শুল্ক ব্যবধানে স্বল্প মেয়াদে প্রভাব পড়বে না দেশের পোশাকখাতে। এজন্য তাগিদ দিলেন রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি,বিদুৎ ও জ্বালানি সঙ্কট নিরসনে।
তবে পোশাক খাত সংশ্লিষ্টরা শঙ্কা দেখছেন, ভারত ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্পে বিনিয়োগ বাড়ালে, তা দেশের প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
এ অবস্থায় ব্যবসায়ীরা ইউরোপ-আমেরিকার বাইরে রপ্তানির বিকল্প বাজারও দেখছেন।
সেই সাথে মার্কিন বাজারে বাংলাদেশের বিদ্যমান ২০ শতাংশ শুল্ক কমিয়ে আনার তাগিদও পোশাক ব্যবসায়ীদের।
রিপোর্ট : মা. সি. / সা. সি
