এখনো গ্রেপ্তার হয়নি সাভারে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত রিপন শিকদারসহ তার সহযোগীরা
সাভারের আশুলিয়ায় দুই সপ্তাহেও গ্রেপ্তার হয়নি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত রিপন শিকদারসহ তার সহযোগীরা। ওই ঘটনায় তিন সন্ত্রাসীকে আটক করা হলেও এখনও পলাতক রয়েছেন অন্যরা।
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় রিপন শিকদারের চারতলা বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দ্বিতীয় তলা থেকে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি শটগান, ১৩টি ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা ও চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন আলামত।
তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান রিপন শিকদার, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র পুড়িয়ে হত্যায় চার্জশিটভুক্ত আসামি এবং এলাকায় নানা অপরাধচক্রের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। পলাতক রয়েছেন তার অন্যতম সহযোগী আরিফ হোসেন, রুবেল মিয়া, রানা মিয়া ও করিমসহ তার আরও কয়েকজন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের সহযোগীদের ধরতে অভিযান চলছে।
রিপোর্ট : কা/টুবন
পুলিশ জানায়, গত ৯ অক্টোবর আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় রিপন শিকদারের চারতলা বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দ্বিতীয় তলা থেকে তিন সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি শটগান, ১৩টি ধারালো চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা ও চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন আলামত।
তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান রিপন শিকদার, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র পুড়িয়ে হত্যায় চার্জশিটভুক্ত আসামি এবং এলাকায় নানা অপরাধচক্রের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। পলাতক রয়েছেন তার অন্যতম সহযোগী আরিফ হোসেন, রুবেল মিয়া, রানা মিয়া ও করিমসহ তার আরও কয়েকজন।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের সহযোগীদের ধরতে অভিযান চলছে।
রিপোর্ট : কা/টুবন
