সালমান শাহ-এর হত্যা মামলার আসামিরা আইনের আওতায় আসবে : পুলিশ
চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর দায়ের করা হত্যা মামলার তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ। তদন্তের অংশ হিসেবে রাজধানীর ইস্কাটনে যে বাসায় চিত্রনায়কের মৃত্যু হয়েছে, সেখানে তদন্তের জন্য গিয়েছে পুলিশ।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার ওসিসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বাসাতেই স্ত্রী সামিরা হককে নিয়ে বসবাস করতেন সালমান শাহ।
রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটের ভেতরের বর্তমান পরিস্থিতি দেখেন পুলিশ কর্মকর্তারা। গত ২০ অক্টোবর সোমবার রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। আসামিদের শিগগরি আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট : সু. আ/টুবন
রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার ওসিসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বাসাতেই স্ত্রী সামিরা হককে নিয়ে বসবাস করতেন সালমান শাহ।
রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ওই ফ্ল্যাটের ভেতরের বর্তমান পরিস্থিতি দেখেন পুলিশ কর্মকর্তারা। গত ২০ অক্টোবর সোমবার রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জন। আসামিদের শিগগরি আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্ট : সু. আ/টুবন
