ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো অবৈধ দোকান থাকবে না এবং হকারদের পক্ষে যারা মিছিল করেছে প্রক্টোরিয়াল টিম তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম।
গত চার দিন ধরে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত মাদকাসক্ত ও ভবঘুরেদের উচ্ছেদে অভিযান চলছে। শনিবার সন্ধ্যায় উচ্ছেদকারীদের পুনর্বাসনের দাবি করে মিছিল করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যোবায়ের এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার নেতৃত্বে রাত ১১টার দিকে প্রক্টর অফিস ঘেরাও করা হয়। পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের সাথে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে নিরাপদ ক্যাম্পাসের স্বার্থে অবৈধ দোকান উচ্ছেদ করা এবং হকারদের পক্ষে যে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সেখানে সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
রিপোর্ট : শে. আ/টুবন
গত চার দিন ধরে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত মাদকাসক্ত ও ভবঘুরেদের উচ্ছেদে অভিযান চলছে। শনিবার সন্ধ্যায় উচ্ছেদকারীদের পুনর্বাসনের দাবি করে মিছিল করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যোবায়ের এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার নেতৃত্বে রাত ১১টার দিকে প্রক্টর অফিস ঘেরাও করা হয়। পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের সাথে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে নিরাপদ ক্যাম্পাসের স্বার্থে অবৈধ দোকান উচ্ছেদ করা এবং হকারদের পক্ষে যে সকল শিক্ষার্থীরা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। সেখানে সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
রিপোর্ট : শে. আ/টুবন
