ATN
শিরোনাম
  •  

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

         
স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না। তারা নানা ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের বটতলীর সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে এখন নির্বাচন হবে। কিন্তু স্বাধীনতা বিরোধী দল পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন বন্ধ করতে চায়। তারা চায় না বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক।

তিনি আরও বলেন, যে বা যারা যতই ষড়যন্ত্র করুক, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবেই। বিএনপি জনগণের দল, আর জনগণের ভোটেই আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

এ সময় কেরানীগঞ্জবাসীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমান উল্লাহর ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ