ATN
শিরোনাম
  •  

রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

         
রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুলিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর ওরফে আলম (৫৫)। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ওসি মনিরুল বলেন, একটা হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি।

তিনি আরও বলেন, আলমগীর প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এ বিষয়ে পুলিশ পরে বিস্তারিত জানাবে।

এর আগে গত ৭ অক্টোবর হাটহাজারীতে মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক বিএনপি কর্মী নিহত হন। আবদুল হাকিম রাউজানের বাসিন্দা।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন রাউজানে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ