রাজধানীতে অনুষ্ঠিত হলো ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন
রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন। পরিবারকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ও সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার ভোরে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় দেশি-বিদেশি দুই হাজার দৌড়বিদ অংশ নেন।
আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কিটস-এর পৃষ্ঠপোষকতায় এবং আল্ট্রা ক্যাম্প রানার্স এর উদ্যোগে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ম্যারাথনে তিনটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়, ২১.৫ কিলোমিটার হাফ ম্যারাথনসহ ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং ছোট বাচ্চা এবং পরিবারের কথা চিন্তা করে ১ কিলোমিটারের রেস ক্যাটাগরি রেখেছিল আয়োজক প্রতিষ্ঠান।
পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র প্রোগ্রামে রানারদের মাঝে পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার। তাছাড়াও আরোও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের হেড অব ইভেন্ট এন্ড এক্টিভেশন তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্ট : ত. / সা. সি
আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড ফানটাস্টিক হেব্বি এনার্জি বিস্কিটস-এর পৃষ্ঠপোষকতায় এবং আল্ট্রা ক্যাম্প রানার্স এর উদ্যোগে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। ম্যারাথনে তিনটি বিভাগে দৌড় অনুষ্ঠিত হয়, ২১.৫ কিলোমিটার হাফ ম্যারাথনসহ ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং ছোট বাচ্চা এবং পরিবারের কথা চিন্তা করে ১ কিলোমিটারের রেস ক্যাটাগরি রেখেছিল আয়োজক প্রতিষ্ঠান।
পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র প্রোগ্রামে রানারদের মাঝে পুরস্কার তুলে দেন আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার। তাছাড়াও আরোও উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেডের হেড অব ইভেন্ট এন্ড এক্টিভেশন তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্ট : ত. / সা. সি
