বোয়ালমারীতে ট্রাকচাপায় অটোভ্যানের ২ যাত্রী নিহত ও আহত ৩
ফরিদপুরের বোয়ালমারীতে কাঠবোঝাই ট্রাকচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা সবাই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) ও একই এলাকার শিলাহাটি গ্রামের বাসিন্দা যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।
আহতরা হলেন, ব্যাটারিচালিত ভ্যানের চালক বোয়ালমারীর কাদিরদী এলাকার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩০), পাইকহাটি গ্রামের দুলাল চন্দ্র বণিকের ছেলে সঞ্জয় বণিক (৪৫) ও সঞ্জয় বণিকের ছয় বছর বয়সী শ্যালিকা টুকটুকি।
বোয়ালমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই নারায়ণ ও বিপ্লব সাহার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এছাড়া আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী বাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা (৫৪) ও একই এলাকার শিলাহাটি গ্রামের বাসিন্দা যুগল কিশোর সাহার ছেলে বিপ্লব কুমার সাহা (৫৫)।
আহতরা হলেন, ব্যাটারিচালিত ভ্যানের চালক বোয়ালমারীর কাদিরদী এলাকার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩০), পাইকহাটি গ্রামের দুলাল চন্দ্র বণিকের ছেলে সঞ্জয় বণিক (৪৫) ও সঞ্জয় বণিকের ছয় বছর বয়সী শ্যালিকা টুকটুকি।
বোয়ালমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই নারায়ণ ও বিপ্লব সাহার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এছাড়া আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
