ATN
শিরোনাম
  •  

অস্ত্র দিয়ে গুলি করা মাদক ব্যসায়ী গ্রেপ্তার

         
অস্ত্র দিয়ে গুলি করা মাদক ব্যসায়ী গ্রেপ্তার

অস্ত্র দিয়ে গুলি করা মাদক ব্যসায়ী গ্রেপ্তার

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্র দিয়ে গুলি করা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তবে তার কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি তারা।

এক হাতে সামুরাই বা চাপাতি, আরেক হাতে আগ্নেয়াস্ত্র। মাথায় হেলমেট, প্রতিপক্ষকে একের পর এক গুলি করা এই যুবকের নাম এস কে নাসিম। সে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অন্যতম মাদক ব্যবসায়ী। সম্প্রতি বিহারী ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে এতে বুনিয়া সোহেল গ্রুপের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই নাসিম।

মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার পর নাসিমকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছোট ছেলে এই নাসিম।

জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল, চুয়া সেলিম, পিচ্চি রাজা, গালকাটা মনু ও ইমতিয়াজ গ্রুপের সদস্যদের মধ্যে মাদক কারবারের স্পট দখল নিয়ে কয়েকদিন যাবৎ সংঘর্ষ চলছিলো। এর মাঝেই গেল বুধবার ভোরে বোমার আঘাতে জাহিদ নামে এক কিশোর নিহত হয়। এর আগে আগস্ট মাসে আরেক যুবক নিহত হয়েছিলো।

রিপোর্ট : সা. আ. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ