ATN
শিরোনাম
  •  

প্রায় ২ ঘণ্টার চেষ্টায় কালশিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

         
প্রায় ২ ঘণ্টার চেষ্টায় কালশিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রায় ২ ঘণ্টার চেষ্টায় কালশিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কালশি রোডে একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেউ হতাহত না হলেও, আগুনে পুড়ে গেছে ৬ তলার পুরো ফ্লোরটি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

শুক্রবার রাত সোয়া দশটার দিকে রাজধানীর কালশি রোডে এ ভবনটির ছয়তলায় হঠাৎ আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ভবনের ষষ্ঠ তলায় একটি গারমেন্টস ছিলো বলে দাবি স্থানীয়দের।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংস্থাটি জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত, তা তদন্তের পর জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

রিপোর্ট : সা. আ /টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ