ATN
শিরোনাম
  •  

ঠাকুরগাঁওয়ে ফাউমি মুরগি পালন করে স্বাবলম্বী এক খামারি

         
ঠাকুরগাঁওয়ে ফাউমি মুরগি পালন করে স্বাবলম্বী এক খামারি

ঠাকুরগাঁওয়ে ফাউমি মুরগি পালন করে স্বাবলম্বী এক খামারি

মিশরীয় জাতের ফাউমি মুরগি পালন করে স্বাবলম্বী ঠাকুরগাঁওয়ের এক খামারি। শখের বসে খামার করে স্বাবলম্বী তিনি। প্রাণিসম্পদ বিভাগ বলছে, চাহিদা ও চড়া দামের কারণে ফাউমি জাতের মুরগির খামার খুবই লাভজনক।

ইউটিউব দেখে আগ্রহী হন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট গ্রামের বাসিন্দা আব্দুল কাদের জিলানী। ৫ বছর আগে শখের বসে ৫০টি ফাউমি মুরগি পালন শুরু করেন। প্রথম সপ্তাহেই ঠান্ডা লেগে মারা যায় ২০টি। থেমে যাননি। বড় করেন বাকি ৩০টি বাচ্চা। তার খামারে এখন দেড় হাজারেরও বেশি ফাউমি মুরগি।

রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ফাউমি মুরগির ডিম ও মাংসের দাম রয়েছে চড়া দাম। এখন প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি ডিম পান জিলানী। এখন মাসে তার আয় ৬০ থেকে ৭০ হাজার টাকা।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন তিন শতাধিক ফাউমি মুরগির খামার রয়েছে এখানে। ভুর্তকি মূল্যে বাচ্চা দেওয়ার পাশাপাশি খামারিদের উৎসাহিত করছে।

জিলানীর খামারে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। তার সাফল্য দেখে বাচ্চা নিয়ে খামার করছেন আরও অনেকে।

রিপোর্ট : ত. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ