ATN
শিরোনাম
  •  

আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

         
আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

আ.লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে দেশি-বিদেশি কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শুক্রবার সকালে মাগুরা সদরের নবগঙ্গা নদীর তীরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচন কমিশন বারবার বলেছে- আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। দেশি-বিদেশি কেউই তাদের নির্বাচনে ফেরাতে চাপ দিচ্ছে না। বরং সবাই বলছে, জুলাই-আগস্টে আওয়ামী লীগ শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, অথচ তারা অনুতপ্ত নয়।”

তিনি আরও বলেন, অতীতে একক প্রার্থী নির্বাচনের যে সংস্কৃতি ছিল, তা আর থাকবে না। এবার আরপিও সংশোধনের মাধ্যমে ভোটাররা ‘না ভোট’ দেওয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগের উদ্দেশ্য- যাতে ২০১৪ সালের মতো ভোটারবিহীন নির্বাচন আর না ঘটে।

প্রেস সচিব জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, সদর থানার ওসি আইয়ুব আলীসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ