ATN
শিরোনাম
  •  

মুরগীর দাম স্থিতিশীল, দাম বাড়তি মাছ ও সবজির

         
মুরগীর দাম স্থিতিশীল, দাম বাড়তি মাছ ও সবজির

মুরগীর দাম স্থিতিশীল, দাম বাড়তি মাছ ও সবজির

বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি এবং সবজি । সাপ্তাহিক ছুটির সকালে বাজারে গিয়ে বিড়ম্বনায় ক্রেতারা। অন্যদিকে, সরবরাহ ঘাটতির দাবি বিক্রেতাদের। ক্রেতারা বলছে দাম নিয়ন্ত্রণে দরকার মনিটরিং জোরদার করা।

বছর জুড়েই কাঁচা বাজারের ঝাঁজ যেন লেগেই আছে। হোক সবজি, মাছ ,কিংবা মাংসের বাজার। প্রতিদিনের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। তবুও নেই কোন প্রতিকারিইসারা সপ্তাহ তো বটেই ছুটির দিনের সকালে সেই বিড়ম্বনা বাড়ে আরও বেশী। বাড়তি দামেই চলে কেনাকাটা । তাই দাম দর নিয়ে থাকে নানা অভিযোগ।

বর্ষা মৌসুম তো বটেই গেল সপ্তাহ থেকেও মাছের দাম বাড়তি, অভিযোগ ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে আকার ভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ৫০ থেকে ২০০ টাকা করে।

দাম বাড়তি সবজিরও। পেঁপে, পটল বাদে প্রায় সব সবজির কেজি প্রতি দামই ৭০-৮০ টাকার উপরে। কাঁচা মরিচ, টমেটোর কেজি ১৩০-১৫০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৮০ টাকা। সিম ১৫০-১৮০। প্রায় সব সবজি কিনতেই ক্রেতাদের গুনতে হবে কেজি প্রতি ৭০-২০০ টাকা পর্যন্ত। প্রতি পিস লাউ ৭০--৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

বাজার ভেদে ব্রয়লার, লেয়ার, পাকিস্তানি ককের দাম কিছুটা স্থিতিশীল হলেও দেশী মুরগীর দাম বেড়েছে কেজি প্রতি ১০-২০ টাকা।

খাসির মাংস প্রতি কেজি ১২শ এবং গরুর মাংস ৭৫০ থেকে ৮শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে।

তবে ডিমের দাম কিছুটা কম। ব্রয়লার মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে যা গেল সপ্তাহে ছিল ১৪৫ টাকা।

রিপোর্ট : রা. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ