আরেক ফরাসি জাদুঘর থেকে ২ হাজার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চুরি
ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে চুরির কয়েকঘণ্টা পরই আরেকটি জাদুঘর থেকে প্রায় দু হাজার স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চুরির ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ফরাসি দার্শনিক দনি দিদরোর সম্মানে প্রতিষ্ঠিত জাদুঘর মাইসোঁ দে লুমিইয়েরেতে এই চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গত রোববার, রাতে মুদ্রাগুলো চুরি করা হয়। এরপর সাপ্তাহিক ছুটি শেষে মঙ্গলবার জাদুঘর খুললে কর্মীরা একটি ভাঙা প্রদর্শনী কেস দেখতে পান।
চুরি হওয়া মুদ্রাগুলো ১৭৯০ থেকে ১৮৪০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং ২০১১ সালে ভবন সংস্কারের সময় এগুলো আবিষ্কৃত হয়। পরবর্তীতে মুদ্রাগুলো শহরটির নিজস্ব সংগ্রহ হিসেবে জাদুঘরে রাখা হয়।
এর আগে, প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া এসব গয়নার মধ্যে ছিলো সম্রাট নেপোলিয়নের স্ত্রীর হীরা-এমারেল্ডের নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা ও রানী মেরি-আমেলির মালিকানাধীন কয়েকটি অলঙ্কার।
রিপোর্ট : রা. / সা. সি
বিবিসির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, ফরাসি দার্শনিক দনি দিদরোর সম্মানে প্রতিষ্ঠিত জাদুঘর মাইসোঁ দে লুমিইয়েরেতে এই চুরির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গত রোববার, রাতে মুদ্রাগুলো চুরি করা হয়। এরপর সাপ্তাহিক ছুটি শেষে মঙ্গলবার জাদুঘর খুললে কর্মীরা একটি ভাঙা প্রদর্শনী কেস দেখতে পান।
চুরি হওয়া মুদ্রাগুলো ১৭৯০ থেকে ১৮৪০ সালের মধ্যে তৈরি করা হয়েছিল এবং ২০১১ সালে ভবন সংস্কারের সময় এগুলো আবিষ্কৃত হয়। পরবর্তীতে মুদ্রাগুলো শহরটির নিজস্ব সংগ্রহ হিসেবে জাদুঘরে রাখা হয়।
এর আগে, প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া এসব গয়নার মধ্যে ছিলো সম্রাট নেপোলিয়নের স্ত্রীর হীরা-এমারেল্ডের নেকলেস, সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা ও রানী মেরি-আমেলির মালিকানাধীন কয়েকটি অলঙ্কার।
রিপোর্ট : রা. / সা. সি
