ATN
শিরোনাম
  •  

বগুড়ায় সবজি ও মাংসের দাম কম হলেও নরসিংদীর বাজার চড়া মূল্যের

         
বগুড়ায় সবজি ও মাংসের দাম কম হলেও নরসিংদীর বাজার চড়া মূল্যের

বগুড়ায় সবজি ও মাংসের দাম কম হলেও নরসিংদীর বাজার চড়া মূল্যের

বগুড়ায় কিছুটা কমলেও নরসিংদীর বাজারে কমছে না সবজি ও মাংসের দাম।

আজ শুক্রবার বগুড়ায় শীতকালীন আগাম সবজি নামতে শুরু করেছে। গত কয়েকদিন আগেও ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছিল সবজি। দুদিন আগে থেকে আমদানি বেড়ে যাওয়ায় সবজির দাম অনেকটাই কমে এসেছে। মুলা ৫ টাকা কেজি, ঢেঁড়স, ফুলকপি, করলা যথাক্রমে ৭০, ৬০, ৮০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়াও অন্যান্য সবজির দাম ক্রেতাদের হাতের নাগালে হলেও কৃষকদের মধ্যে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। অপরদিকে নরসিংদীর বাজারে কমছে না সবজির দাম। মাংসের দামও কমেনি। সবজি ও মাংসের চড়া মূল্যের কারণে ক্রেতাদের ভোগান্তির শেষ নেই। তবে ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে, শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে যাবে।

রিপোর্ট : অ. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ