ATN
শিরোনাম
  •  

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫১

         
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫১

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫১

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই অংশ হিসেবে গত ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

আইএসপিআর জানিয়েছে, এসব অভিযানে মোট ১৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অবৈধ অস্ত্রধারী, চিহ্নিত সন্ত্রাসী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তরা।

অভিযানে ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ, ৩৫টি ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, নগদ অর্থ, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

সংস্থাটি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি, অগ্নি নির্বাপণ, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ ও দুর্গত এলাকায় মানবিক সহায়তাসহ নানা কার্যক্রমেও সেনাবাহিনী সরাসরি সম্পৃক্ত রয়েছে।

আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ