ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

         
শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গণ্ডগোল সৃষ্টি ও সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সমাপ্তির সময় তিনি এ অভিযোগ তোলেন।

প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ও মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-এর মধ্যে অনুশোচনার চিহ্ন নেই; বরঞ্চ তারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের হত্যার হুমকি দিয়েছেন, বাড়িঘর ভাঙা ও লাশ সাগরে ফেলাসহ বিভিন্ন নির্মম মন্তব্য করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, “রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল ঘটাতে এবং সিভিল ওয়ার সৃষ্টি করতে শেখ হাসিনা সেনাবাহিনীকে প্ররোচিত করার চেষ্টা করেছেন-অফিসারদের বিচার হওয়া নিয়ে প্রশ্ন তুলে সেনাদের কার্যক্রমে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।” তবে চিফ প্রসিকিউটর যোগ করেন, বাংলাদেশের সেনাবাহিনী ও জনগণ এই উসকানিতে পা দেয়নি এবং অপরাধীদের বিচারের পথে সমর্থন করেছে।

ট্রাইব্যুনালে জিজ্ঞাসায় প্রসিকিউটর বলেন, ঘটানো হত্যাযজ্ঞ ও ব্যাপক নির্যাতনের পরও অভিযুক্তদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি; শিশু, নারী, শ্রমিক ও ছাত্রসহ সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা করা হয়েছে, তার জন্য ‘সর্বোচ্চ শাস্তিই’ প্রযোজ্য হওয়া উচিত।

উল্লেখ্য, এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরি আবদুল্লাহ আল-মামুনও অভিযুক্ত; মামুন আদালতে নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হন। এদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার প্রক্রিয়া এগোবে বলে আদালতকে অবহিত করা হয়।

অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের দায়-দায়িত্ব ও বিচারের শেষ ফলাফল নির্ধারিত হওয়ার আগে আদালত ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যই মূল ভিত্তি থাকবে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ