ATN
শিরোনাম
  •  

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪০ জনের প্রাণহানি

         
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪০ জনের প্রাণহানি

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৪০ জনের প্রাণহানি

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটেছে।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।

তিউনিসিয়ার একজন কর্মকর্তা জানান, প্রায় ৭০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ভূমধ্যসাগরের মাহদিয়া উপকূলের কাছাকাছি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকটি নবজাতকও রয়েছে। ঘটনাস্থল থেকে ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

তিউনিশিয়া থেকে ইতালির লাম্পেদুসা দ্বীপের দূরত্ব মাত্র ১৫০ কিলোমিটার। এতে ইউরোপগামী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে এই সমুদ্র পথটি।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ