ATN
শিরোনাম
  •  

রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

         
রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুদ্ধে অর্থের যোগান দেয়া রাশিয়ার শীর্ষ দুই জ্বালানি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার ওভাল অভিসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানতে শান্তি আলোচনায় গুরুত্ব না দেওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আশা করেন এই সিদ্ধান্ত পুতিনকে যুক্তিসংগত করে তুলবে।

ট্রাম্প আরও বলেন, প্রতিবারই পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়, তবে এরপরে আর কোনো অগ্রগতি হয় না।

এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, যুদ্ধে অর্থের যোগান দেয়া দুই প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলকে লক্ষ্য করা হয়েছে যাতে যুদ্ধে অর্থায়নের ক্ষমতা হারায় মস্কো। মার্কিন অর্থ মন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এখনই হত্যাকাণ্ড বন্ধ ও অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

অন্যথায়, প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন করতে মস্কোর বিরুদ্ধে প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত মার্কিন অর্থ মন্ত্রণালয়।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ