সিরিজ জয়ই এখন একমাত্র চাওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের
প্রথম দুই ম্যাচ শেষে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে এখন সিরিজ নির্ধারনী ম্যাচ। সিরিজ জয়ই এখন একমাত্র চাওয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই। ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার বেলা দেড়টায়।
ক্রিকেটের বাইশ গজের লড়াইয়ে দলের জয়-পরাজয়ে একজন দলপতির সঠিক নেতৃত্ব বড় ভূমিকা পালন করে। এজন্যই হয়তো দেশের ক্রিকেটের কঠিন সময়ে সাবেক অধিনায়ক মাশরাফির কথা বারবারই উঠে আসে। বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা, স্টিভেন স্মিথ, বেন স্টোকসদের অধিনাযকত্ব নিয়ে আলোচনাও হয় হরহামেসাই।
সাকিব-তামিম-মুশফিকের পর একজন যোগ্য অধিনায়ক নিয়ে বেশ ভুগতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। দলে অধিনায়ক নির্বাচন ঘিরে অসস্থিতিতে বিসিবির নির্বাচকরা। এত কিছু বলার একটাই কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের টাই হওয়া দ্বিতীয় ওয়ানডে রিশাদকে ব্যাটিংয়ে না নামানো নিয়েই। সুপার ওভার জিতে সিরিজে সমতায় ফেরা উইন্ডিজ এখন চোখ রাঙ্গাচ্ছে সিরিজ জয়ে।
ম্যাচ পরাজয়ের ক্ষত এখনও শুকায়নি, কিন্ত আরামেরও সুযোগ নেই। তাই ভগ্ন হৃদয়ে শেষ ম্যাচের জন্য অনুশীলনে বাংলাদেশ দল। তপ্ত রোদ আর গরম আবহাওয়া উপেক্ষা করে ঘাম ঝরিয়েছেন তানজিদ -মিরাজরা। দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো কাটিয়ে উঠতে কোচিং স্টাফদের বিশেষ মনোযোগ ছিলো টপ অর্ডারে ব্যাটারদের নিয়ে পরিকল্পনায়।
এদিকে উইন্ডিজও নিজেদের শেষ মুহুর্তে সেরেছে। তাদেরও লক্ষ্য একটাই মিরপুরের মন্থর উইকেটের চ্যালেঞ্জ সামলে সিরিজটা জেতা। সবশেষ দুই ম্যাচে স্লো উইকেট ভুগিয়েছে শাই হোপদের। যদিও দ্বিতীয় ম্যাচে নাটকীয়তার সুপার ওভারে জিতে সমতায় ফেরে। এবার মিরপুরে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধও নিতে চায় তারা।
পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে তবে খুব একটা পার্থক্য নেই। ৪৯ বারের দেখায় বাংলাদেশ ২২টি, উইন্ডিজ ২৫ এবং বাকি দুটি হয়েছে ড্র। সব ভুলে বাংলাদেশের এখন ঘুরে দাঁড়ানোর পালা।
রিপোর্ট : প. কু/টুবন
ক্রিকেটের বাইশ গজের লড়াইয়ে দলের জয়-পরাজয়ে একজন দলপতির সঠিক নেতৃত্ব বড় ভূমিকা পালন করে। এজন্যই হয়তো দেশের ক্রিকেটের কঠিন সময়ে সাবেক অধিনায়ক মাশরাফির কথা বারবারই উঠে আসে। বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা, স্টিভেন স্মিথ, বেন স্টোকসদের অধিনাযকত্ব নিয়ে আলোচনাও হয় হরহামেসাই।
সাকিব-তামিম-মুশফিকের পর একজন যোগ্য অধিনায়ক নিয়ে বেশ ভুগতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে। দলে অধিনায়ক নির্বাচন ঘিরে অসস্থিতিতে বিসিবির নির্বাচকরা। এত কিছু বলার একটাই কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের টাই হওয়া দ্বিতীয় ওয়ানডে রিশাদকে ব্যাটিংয়ে না নামানো নিয়েই। সুপার ওভার জিতে সিরিজে সমতায় ফেরা উইন্ডিজ এখন চোখ রাঙ্গাচ্ছে সিরিজ জয়ে।
ম্যাচ পরাজয়ের ক্ষত এখনও শুকায়নি, কিন্ত আরামেরও সুযোগ নেই। তাই ভগ্ন হৃদয়ে শেষ ম্যাচের জন্য অনুশীলনে বাংলাদেশ দল। তপ্ত রোদ আর গরম আবহাওয়া উপেক্ষা করে ঘাম ঝরিয়েছেন তানজিদ -মিরাজরা। দ্বিতীয় ওয়ানডের ভুলগুলো কাটিয়ে উঠতে কোচিং স্টাফদের বিশেষ মনোযোগ ছিলো টপ অর্ডারে ব্যাটারদের নিয়ে পরিকল্পনায়।
এদিকে উইন্ডিজও নিজেদের শেষ মুহুর্তে সেরেছে। তাদেরও লক্ষ্য একটাই মিরপুরের মন্থর উইকেটের চ্যালেঞ্জ সামলে সিরিজটা জেতা। সবশেষ দুই ম্যাচে স্লো উইকেট ভুগিয়েছে শাই হোপদের। যদিও দ্বিতীয় ম্যাচে নাটকীয়তার সুপার ওভারে জিতে সমতায় ফেরে। এবার মিরপুরে বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধও নিতে চায় তারা।
পরিসংখ্যানে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে তবে খুব একটা পার্থক্য নেই। ৪৯ বারের দেখায় বাংলাদেশ ২২টি, উইন্ডিজ ২৫ এবং বাকি দুটি হয়েছে ড্র। সব ভুলে বাংলাদেশের এখন ঘুরে দাঁড়ানোর পালা।
রিপোর্ট : প. কু/টুবন
